আগামী ৩১ মার্চ কুমিল্লার ৮টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।
নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণা তত জমজমাট হয়ে উঠছে। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা ঘুরছেন উপজেলাগুলোর প্রত্যন্ত এলাকায়।
ব্যানার, পোস্টার আর মাইকিং করে চলছে প্রার্থীদের পক্ষে প্রচারণা। নানান প্রতিশ্রুতি ছাড়াও প্রার্থীরাও একে অপরের বিরুদ্ধে করছেন অভিযোগ।
কুমিল্লায় ১৩ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হলেও ৩ পদে একক প্রার্থী হওয়া ৫টি উপজেলায় বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন প্রার্থীরা। অপর ৮ উপজেলায় নির্বাচনে ভোট দিবেন ১৬ লাখ ৮২ হাজার ৬'শ ৬০ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫৮৬ টি।