Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীর রামপুরা সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৬:৩৪ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৬:৩৪ PM

bdmorning Image Preview


বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে রাজধানীর রামপুরায় বিক্ষোভ করছে নোমান গার্মেন্টসের শ্রমিকরা। ফলে রামপুরা ডিআইটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে রামপুরার আবুল হোটেলের সামনে শ্রমিকরা এ অবরোধ শুরু করে।

শ্রমিকরা বলেন, বেতনের জন্য গত সপ্তাহে একদিন রাস্তায় নেমেছিলাম। দাবি পূরণ না হওয়ায় আজও রাস্তায় নেমেছি। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালবে।

শ্রমিকরা আরও জানান, তিন মাসের বেতন বকেয়া রয়েছে। মালিক টাকা না দিয়ে শুধু আশ্বাস দিচ্ছে।

রামপুরা থানার ডিউটি অফিসার এসআই খোরশেদ জানান, নোমান গ্রুপের পাশাপাশি দুইটি গার্মেন্টসের শ্রমিকরা সকাল থেকে মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের নিচে ও আবুল হোটেলের পাশের সড়ক অবরোধ করেছে। পুলিশ তাদের সঙ্গে কথা বলে রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করছে।

Bootstrap Image Preview