Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাশরাফির অনুরোধ,‘বনানীর আগুনে আহতদের রক্ত লাগবে সবাই কুর্মিটোলা চলে যান’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৬:৫০ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৭:৫৬ PM

bdmorning Image Preview


বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে আজ (বৃহস্পতিবার) দুপুর পৌনে ১টায় ভয়াবহ আগুনে লাগে। আগুনে অন্তত সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। 

আহতদের রাজধানীর কুমিটোলা এবং ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। আহতদের রক্তদিতে আহ্বান জানিয়েছেন টাইগার দলের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। 

মাশরাফি আহতদের পাশে দাঁড়িয়েছেন। তার ভক্ত ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে নিজের অফিসিয়াল টুইটারে লেখেন, আপনারা যারা বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট এলাকায় আছেন দয়া করে কুর্মিটোলা হসপিটালে যান, আহতদের রক্ত লাগবে। মানবতায় এগিয়ে আসুন। 

এফআর টাওয়ারে ৯ তলা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্র পাত ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে সেনা বাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী ও ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

Bootstrap Image Preview