Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বনানীর আগুন নিয়ে মালিকদের এমপি ফারুকের হুঁশিয়ারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৯:০৪ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৯:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অগ্নিকাণ্ড থেকে ভবিষ্যতে বাঁচার উপায় বের করতে হবে জানিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক বলেছেন, আমি ভবন মালিকদের ডাকবো, তাদের কাছে ভবনের কাগজপত্র চাইবো। 

বুধবার (২৮ মার্চ) দুপুরে বনানীর ১৭ নম্বর সড়কে এফ আর টাওয়ারে আগুনের পর বিকেলে ঘটনাস্থলে এসে একথা বলেন তিনি।

এমপি ফারুক বলেন, আমি কাউকে খাতির করবো না, সব ভবন মালিকদের চিঠির মাধ্যমে ডেকে পাঠাবো। তাদের কাছে জানতে চাইবো কীভাবে আপনারা হাইরাইজ বিল্ডিং নির্মাণ করেছেন, একটা ভবনের সঙ্গে আরেকটা ভবন লাগানো। তাদের কাছ থেকে সব ধরনের কাগজপত্র চাইবো। এসব অনিয়ম আর সহ্য করা হবে না।

এক প্রশ্নের জবাবে ফারুক বলেন, শুধুমাত্র সতর্ক থাকার কারণে আমাদের ভাগ্য ভালো যতো সংখ্যক আহত হওয়ার কথা ছিল তা হয়নি।

Bootstrap Image Preview