শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে ২ দিনব্যাপী রজত জয়ন্তী উৎসব পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই রজত জয়ন্তী উৎসব শুরু হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) এর সাবেক উপাচার্য ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এমিরেটাস অধ্যাপক ড. ইকবাল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইকবাল মাহমুদ বলেন, ‘বাংলাদেশে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রতিষ্ঠা করতে অনেক সংগ্রাম করতে হয়েছে। কেমিক্যাল বিদ্যা নিয়ে পড়াশোনাকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হিসেবে স্বীকৃতি দেয়ার প্রক্রিয়াটা মোটেই সহজ ছিলো না। বর্তমানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনেক বৈচিত্রতা এসেছে। এ বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি পলিমার সায়েন্স পড়ানোর বিষয়টা ইউনিক।
সিইপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইঞ্জি. সালমা আখতার সভাপতিত্বে অনুষ্ঠানের চিফ প্যাট্রন হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ সুনামের সাথে ২৫ বছর অতিক্রম করেছে। আমাদের গ্রেজুয়েটরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছে। তারা ঐ প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিচ্ছে। তবে এ্যালামনাই চাইলে বিভাগের ভৌত অবকাঠামো থেকে শুরু করে লেখাপড়ার মান পরিবর্তন করতে পারে মন্তব্য করেন উপাচার্য। পরে সিইপি বিভাগের এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাবি সিইপি বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদিন, ইঞ্জিনিয়ারস ইন্সস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর সভাপতি ইঞ্জিনিয়ার মো আব্দুস সবুর, সাবেক বিভাগীয় প্রধান ও সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শেখ আকবর হাকিম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিইপি এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি ও রজত জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মস্তাবুর রহমান ও সদস্য সচিব অধ্যাপক ড. মো. সালাতুল ইসলাম মজুমদার। এছাড়াও অনুষ্ঠানে বিভাগের সাবেক শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অন্যদিকে, উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর ১টার দিকে কেন্দ্রীয় মিলনায়তনের সামনে ২৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একই স্থান থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এসময় র্যালিতে আমন্ত্রিত অতিথি, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উৎসবে 'টুয়েন্টি ফাইভ ইয়ারস অব সিইপি' প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ ও ২৯ মার্চ দুই দিনব্যাপী আয়োজনে রয়েছে, ফটোসেশন, ওপেন স্টেজ প্রোগ্রাম, গেম শো, পিঠা উৎসব, এলামনাই এসোসিয়েশন গঠন, বিভাগ ও এলামনাই এসোসিয়েশনের আলোচনা, পুরষ্কার বিতরণী এছাড়া সিইপি বিভাগের শিক্ষার্থীদের নিজস্ব পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।