Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ১০:২৯ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ১০:২৯ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সদর উপজেলার পদ্মা নদীর তীর সংলগ্ন ধলার মোড় নামক স্থান থেকে রাজু মীর (২৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোরে রাজুর গলা কাটা লাশটি উদ্ধার করে থানা পুলিশ। সে শহরের ভাটিলক্ষ্মী এলাকার সোহরাব মীরের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রাজু নিখোঁজ ছিল। এরপর গত রাত ২টার দিকে একই এলাকার আসিফ নামে এক যুবকের হাতে ব্যান্ডেজ দেখে স্বজনদের সন্দেহ হলে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

পরে আসিফের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার পদ্মা নদীর তীর সংলগ্ন ধলার মোড় থেকে রাজুর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।   

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, পুলিশ সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  
 

Bootstrap Image Preview