Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এটা আইপিএল পর্যায়ের ক্রিকেট, পাড়ার ক্রিকেট নয়: কোহলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০৯:৪৭ AM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০৯:৪৭ AM

bdmorning Image Preview


শেষ বলে দরকার ছিল সাত। ছয় মারলে অন্তত টাই করা যায়। কিন্তু একের বেশি নিতে পারেননি বেঙ্গালুরুর শিবম দুবে। ম্যাচ জিতে গেল মুম্বাই। কিন্তু এর পরেই দেখা গেল সেই জিনিসটা। শেষ বলটা নো-বল করেছিলেন মালিঙ্গা। অথচ আম্পায়ারদের নজরেই পড়েনি সেটা। লাইনের কার্যত এক ইঞ্চি বাইরে পা থাকা সত্ত্বেও কী ভাবে এটা আম্পায়ারদের নজর এড়াল।

বৃহস্পতিবার রাতে আইপিএলে মুম্বাই ও বেঙ্গালুুরু ম্যাচে রোহিতদের জয়োল্লাসের মধ্যে টিভি রিপ্লেতে দেখা যায় শেষ বলে মালিঙ্গার পা ক্রিজ থেকে অন্তত ১-২ ইঞ্চি বাইরে ছিল। অর্থাৎ নো বল হওয়ার কথা। কিন্তু তা আম্পায়ারের চোখ এড়িয়ে যায়। সঠিক সিদ্ধান্ত নিলে আরও একটি বল পেত আরসিবি এবং জয়ের লক্ষ্য দাঁড়াত ৫ রান। তা হয়নি।

এরপরই ক্ষুব্ধ বিরাট বলেছেন, এটা আইপিএল পর্যায়ের ক্রিকেট, পাড়ার ক্রিকেট নয়। আম্পায়ারদের চোখ-কান খোলা রাখা উচিত। এই হাস্যকর সিদ্ধান্ত। যদি ১-২ রানের ব্যবধান হত তা হলে কী হত কে জানে! আরও সজাগ থাকতে হবে আম্পায়ারদের। 

মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন তিনি মাঠের বাইরে যাওয়ার পর জানতে পারেন শেষ বলটি নো ছিল। এই ধরণের সিদ্ধান্তের ভুল ক্রিকেটের জন্য মোটেই ভাল নয় বলে তাঁর মত। তবে তার আগের ওভারেই বুমরা অফ স্টাম্পের বাইরে একটি অসাধারণ স্লো ইয়র্কার করেছিলেন। আম্পায়ার সেটিকে ওয়াইড বলের ইশারা করেছিলেন। সেটিও যে ভুল ছিল তা জানাতে ভোলেননি রোহিত। এই দুর্দান্ত ম্যাচের পর এই ভুল দেখাটা হতাশাজনক বলেও জানান তিনি।

Bootstrap Image Preview