নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক ও ব্যবসায়িক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর সোনামিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম মোস্তফা তালুকদার। তার বাবার হানিফ তালুকদার। ঘটনার পর থেকে ঘাতক ছোট ভাই নূর নবী ওরফে মরণ তালুকদার পলাতক রয়েছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোনামিয়া মার্কেটে নিহত মোস্তফার চাল ও মুদি দোকান রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পারিবারিক ও ব্যবসা সংক্রান্ত কারণে নূর ও মোস্তফার মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দোকানে থাকা চাল মাপার পট দিয়ে নূর নবী তার বড় ভাই মোস্তফার বুকের বাম দিকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মোস্তফার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ছোট ভাই নূর নবীকে গ্রেফতার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।