Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাতে রাজস্থানের বিপক্ষে অনিশ্চিত সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ১২:০৮ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ১২:০৮ PM

bdmorning Image Preview


আইপিএল দ্বাদশ আসরে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। তাদের প্রতিপক্ষ আইপিএল প্রথম আসরে চ্যাম্পিয়ন রাজস্থান রয়েল। এই ম্যাচেই মুখোমুখি হবেন নির্বাসন কাটিয়ে ফেরা দুই অস্ট্রেলিয় ক্রিকেটার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার।

চলতি আসরে দুটি দলই হার দিয়ে নিজের আইপিএল যাত্রা শুরু করেছে। প্রথম ম্যাচে দুই দলকেই হারের মুখ দেখতে হয়েছে। রাজস্থানের জস বাটলারের আউট নিয়ে তোলপাড় হয়েছে ক্রিকেট বিশ্বে।তিনিই প্রথম আইপিএলে এভাবে আউট হয়েছেন।

অন্যদিকে কলকাতার কাছে হেরে মৌসুমে শুরু করেছে হায়দ্রাবাদ। যে ম্যাচে ১৯ বলে ৪৯ রানের এক বিদ্ধোংশী ইনিংস খেলে কলকতাকে জয় এনে দিয়েছিলেন অ্যান্ডু রাসেল। শেষ ওভারে সাকিব বোলিংয়ে এসেছিলেন। এ সময় কলকাতার প্রয়োজন ছিল ১৩ রান। তবে তার প্রথম চারটি বলে দুটি ছক্কা মেরে কলকাতার জয় তুলে নিয়েছিল।

আজকের ম্যাচে তাই দুটি দলই আসরে নিজেদের প্রথম জয় তুলে নিতে চাইবে। সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যা‌লসের মধ্যে আইপিএল-এর ম্যাচটি হবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে।

অধিনায়ক কেইন উইলিয়ামসন সুস্থ হয়ে গিয়েছেন। তাই প্রথম একাদশে তিনি অবশ্যই ফিরবেন। তিনি ফিরলে হয়ত বসতে হতে পারে বেয়ারস্টোকে। সেক্ষেত্রে খেলার সুযোগ আসবে ঋদ্ধিমানের সামনে। সেই সঙ্গে প্রথম একাদশে দেখা যেতে পারে বিলি স্ট্যানলেক-কেও। সেক্ষেত্রে বাইরে যাবেন সাকিব। ইউসুফ পাঠান ও দীপক হুডা দুজনেই খেলবেন, নাহলে যে কোনও একজন খেলবেন। সন্দীপ শর্মার বদলে খেলতে পারেন খলিল আহমেদ।

আইপিএল ইতিহাসে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে আছে সাকিবের হায়দ্রাবাদ। ৯ বারের দেখায় ৪টিতে রাজস্থান আর ৫টি ম্যাচে জয় পেয়েছে হায়দ্রাবাদ। 

Bootstrap Image Preview