শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ফটোগ্রাফি সংগঠন 'শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস এ্যাসোসিয়েশন (সুপা)'র ২২ তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে জিইই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহ্ নেওয়াজ সায়েমকে সভাপতি ও একই বর্ষের সিইই বিভাগের নাগিব মাহফুজ প্লাবনকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
শুক্রবার (২৯ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।
এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি ফারজানা রিয়া, নিশাত গিয়াস জুঁই, জাকিয়া আহসান, সহ সাধারণ সম্পাদক গৌরব সাহা, মাশফিক উপল অমি, চিফ ইন্সট্রাক্টর সাকিফ ওয়াহেদ, সোহান উর রহমান, ট্রেইনার মাসুদ রানা সরকার ও রাদিয়াহ ইসলাম, অরগানাইজিং সেক্রেটারি প্রতিক সিনহা, সহ অরগানাইজিং সেক্রেটারি জাহিন আজমাইন, কোষাধক্ষ্য তন্ময় কর অমি।