Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় নৌকার তিন সমর্থক আহত 

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০১:২৫ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০১:২৬ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের সমর্থকদের তিন দফা হামলায় আহত হয়েছে নৌকা প্রতীকের তিন সমর্থক।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৮ মার্চ) উপজেলার মহিপুরের শেখ রাসেল সেতু সংলগ্ন এলাকায়। হামলায় আহতরা হলেন, মহিপুরের আরিফুল ইসলাম (১৮), সোহানুর রহমান কচি (১৭) ও সুজন (১৯)। এদের দুইজনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পরে নৌকার সমর্থনে মিছিল করছিলেন। পেছন থেকে তাদেরকে ডেকে মহিপুর কো-অপ্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে নিয়ে বেদম মারধর করা হয়েছে। আনারস প্রতীকের সমর্থক ইব্রাহিম, আদনান তাদেরকে মারধর করে বলে আহতদের অভিযোগ। 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, কলাপাড়া হাসপাতালে গিয়ে আহতদের দেখে এসেছেন। এটি নির্বাচন কেন্দ্রীক ঘটনা নয়। ব্যক্তিগত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ দিলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview