Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বারবার ‘কবে বিয়ে করবে?’ প্রশ্ন করায় প্রতিবেশিকে খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০২:৪০ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০২:৪৪ PM

bdmorning Image Preview


‘কবে বিয়ে করবে’- বিরক্তিকর এই প্রশ্নটা শুনতে হয়নি এমন মানুষ সারা পৃথিবীতেই খুব কমই আছে। আপনার বিয়ে করার ইচ্ছে থাক বা না থাক, পরিবার থেকে প্রতিবেশী, সবার ‘কবে বিয়ে করবে’ প্রশ্নের উত্তর দিতে দিতে আপনার মাথা যে খারাপ হয়ে যাবেই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

অযথা এ প্রশ্নের উত্তর দিতে দিতে রাগও হয় অনেকের। কিন্তু ইন্দোনেশিয়ার ফয়েজ নুরদিন নামের এক যুবক একটু বেশিই রেগে গিয়েছিলেন।

তার এক প্রতিবেশী বারবার তাকে এই প্রশ্ন করায়, ২৮ বছর বয়সী ফয়েজ রেগে তাকে খুনই করে ফেললেন। 

সেদিন সকালে নিজের বাড়ির বাইরে বসে ছিলেন ফয়েজ। তার প্রতিবেশী, আসিয়াহ নামে ৩২ বছর বয়সী এক গর্ভবতী মহিলা তাকে দেখতে পেয়ে বলেন তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে। সবার তো বিয়ে হয়ে যাচ্ছে, আর কবে করবেন তিনি? এই প্রশ্নেই ভীষণ রেগে যান ফয়েজ। বিকেল বেলা আসিয়াহর বাড়িতে ঘুরতে যাওয়ার নাম করে তাকে খুন করেন ফয়েজ। 

খুন করে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত অবশ্য ধরা পড়ে যান পুলিশের হাতে।

Bootstrap Image Preview