গেল ১৭ মার্চ ঢাকার গণবিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হয়েছিল বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০১৯’ এর প্রথম আসর।জাতির পিতার জন্মদিনে 'বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ'-এ প্রতিপাদ্যকে সামেনে রেখে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছিল।
আগামীকাল ৩০ মার্চ (শনিবার) থেকে শুরু হতে যাচ্ছে প্রায় ৭০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে মাসব্যাপী ফুটবল প্রতিযোগিতায় মূল আসর শুরু হচ্ছে। খেলার ভেন্যু হিসেবে গণ বিশ্ববিদ্যালয়কে নির্বাচন করা হয়েছে। প্রাথমিকভাবে গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ২১টি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিভিন্ন প্রকার পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ছাত্র সংসদের সহকারী ক্রীড়া সম্পাদক মো. মহসিন হোসেন।
আসরের প্রথম দিনে ভেন্যু গণ বিশ্ববিদ্যালয়কে দুইটি খেলা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা ৩০মিনিটে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ফরেস্ট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় দল পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া দিনের দ্বিতীয় খেলায় সকাল ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয় এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরস্পরে মুখোমুখি হবে। এছাড়া প্রতিযোগিতার আরেকটি ভেন্যু অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশে আরো চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।