Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গুলিস্তানে বাস চাপায় হেলপার নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০৩:০৭ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০৩:০৭ PM

bdmorning Image Preview


রাজধানীর গুলিস্তানে বাসচাপায় মোল্লা (৪০) নামের এক বাসচালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে গুলিস্তানের হকি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের বাড়ি রংপুর বলে জানা গেছে। 

এরপর মোল্লাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোল্লা রংপুরের বাসিন্দা। তিনি ব্ল্যাক বোরাক পরিবহনের বাসচালকের সহকারী ছিলেন।

মোল্লার সহকর্মী আরাফাত হোসেন জানান, গুলিস্তানের হকি স্টেডিয়ামের সামনে বাসে যাত্রী ওঠানোর সময় পাশ দিয়ে মতিঝিলগামী ৬ নম্বর পরিবহনের একটি বাস মোল্লাকে চাপা দেয়। এরপর মোল্লাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) ওয়ালিউর রহমান জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।

Bootstrap Image Preview