Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিকেএসপিতে  মাশরাফির বিধ্বংসী বোলিং

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০৫:১৭ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০৫:১৭ PM

bdmorning Image Preview


চলতি ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের সপ্তম ম্যাচে গাজী গ্রুপকে ২৯ রানে হারালো আবাহনী।

প্রথমে টসে জিতে আগে আবাহনীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় গাজী। আগে ব্যাটিং করে জহুরুল ইসলামের সেঞ্চুরি ও মোসাদ্দেকের ৭১ রানে ভর করে ২৮৬ রান করে আবাহনী।

২৮৭ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে ইমরুল কায়েসের সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখতে থাকে গাজী। কিন্তু সেই স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত করলেন মাশরাফি।

বল হাতে  ইমরুল কায়েসদের উপর যেন তাণ্ডব চালালেন  ১০ ওভার বোলিং করে ৪৬ রান দিয়ে ম্যাশ ৬ উইকেট নিয়েছেন। তাঁর এমন বোলিং নৈপুণ্যে নির্ধারিত ওভার শেষ হওয়ার এক ওভার চার বল আগেই ২৫৭ রানে গুটিয়ে যায় গাজী।

চলতি ডিপিএলে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন ম্যাশ। পাঁচ ম্যাচে তাঁর মোট উইকেট আটটি। 


 

Bootstrap Image Preview