Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মধুমতি নদী থেকে নারীর মরদেহ উদ্ধার, পেটে ৭ মাসের সন্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০৬:১৫ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০৬:১৫ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদী থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার শিয়রবর বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এলাকাবাসীর দেওয়া খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার পেট কাটা এবং পেটে আনুমানিক ছয়/সাত মাসের মৃত সন্তান ছিলো।

পুলিশ আরও জানায়, অজ্ঞাত নারীর পরনে ছিলো জাম রঙের বোরকা, লাল-সবুজ ছাপার জামা, লাল পায়জামা এবং হলুদ রঙের ওড়না। তার গলায় পাটের রশি পেঁচানো। দুই/তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, মধুমতির উজান এলাকা থেকে নদী দিয়ে মরদেহটি ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview