Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাস্তার পাশে নিজ হাতে কালাই রুটি বানিয়ে খেলেন মার্কিন রাষ্ট্রদূত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০৬:৪০ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০৬:৪০ PM

bdmorning Image Preview


রাজশাহী সফরে গিয়ে সেখানকার ঐতিহ্যবাহী কলাই রুটি নিজ হাতে সেঁকেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। পরে সঙ্গীদের নিয়ে রাস্তার পাশে বসেই কালাই রুটির স্বাদ নেন মার্কিন রাষ্ট্রদূত।

বৃহস্পতিবার সন্ধ্যার পর নগরীর উপশহর নিউ মার্কেট এলাকার রাস্তার পাশের একটি কালাই রুটির দোকানে গিয়েছিলেন তিনি। এ সময় স্ত্রী মিসেলসহ অন্য সফর সঙ্গীরাও ছিলেন।

এর আগে দিনভর রাজশাহীর বিভিন্ন এলাকা ভ্রমণ করেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। ওই সময় নানান ইস্যুতে স্থানীয়দের সঙ্গে প্রাণ খুলে কথা বলেন। খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নেন সেখানকার ইতিহাস ও ঐতিহ্য। সেখানেই জানতে পারেন ঐতিহ্যবাহী কালাই রুটির কথা। দিন শেষে তাই গিয়ে ওঠেন সোজা কালাই রুটির দোকানে। স্বচক্ষে দেখেন রুটি বানানো। রুটি বানানোর খুঁটিনাটি সম্পর্কে কারিগরদের জিজ্ঞেস করেন তিনি। তাদের সঙ্গে সেলফিও তোলেন মার্কিন রাষ্ট্রদূত।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে রুটির দোকানে দেখে ভিড় জমান উৎসুক জনতা। তিনি হাসিমুখে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। সেলফিও তোলেন অনেকের সঙ্গে।

বুধবার মার্কিন রাষ্ট্রদূত রাজশাহীতে পৌঁছে ব্যস্ত সময় পার করেন। ওই দিন রাতেই তিনি রাজশাহীর ঐতিহ্যবাহী মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে নানান পদের মিষ্টির স্বাদ নেন।

শুক্রবার সকালে সফর সঙ্গীদের নিয়ে মার্কিন রাষ্ট্রদূত জেলার পুঠিয়া রাজবাড়ি দর্শনে যান। সেখানে জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রায় দুই ঘণ্টা রাজবাড়ির বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন অতিথিরা।

Bootstrap Image Preview