Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রী একজন দ্বীনদার পরহেজগার নারী: ধর্ম প্রতিমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ১০:৫৩ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ১০:৫৩ PM

bdmorning Image Preview


ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মো. আবদুল্লাহ বলেছেন, স্বাধীনতাত্তোর কোন সরকার কওমি সনদের স্বীকৃতি দেয়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কওমি সনদের স্বীকৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী একজন দ্বীনদার পরহেজগার নারী। তিনি কওমি আক্বীদাভূক্ত, তাই কওমি আক্বীদার আলেমদের তিনি ভালোবাসেন।

শুক্রবার চট্টগ্রামের জামেয়া আরাবিয়া জিরি মাদরাসার ৯৮তম খতমে বোখারি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাননীয় প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সনদের স্বীকৃতি প্রদানের মাধ্যমে যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছেন তার জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন বলেও জানান আলহাজ শেখ আবদুল্লাহ।

এসময় তিনি বলেন, কওমি মাদ্রাসার ছাত্রদের যোগ্যতা অন্য ধারার শিক্ষার্থীদের চেয়ে কোন অংশে কম নয়, বরং ক্ষেত্র বিশেষ তা বেশি। কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা প্রচুর জ্ঞান অর্জন করে। যা অন্য কোন সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে সম্ভব হয় না। বিএনপি-জামায়াত-শিবির চক্র কওমি সনদ দেওয়ার কথা বলে কওমিদের সবসময় ব্যবহার করেছে। তারা কওমি সনদের নামে মুলা ঝুলিয়ে রেখেছিল।

কওমি মাদ্রাসার সঙ্গে আত্মার সম্পর্ক রয়েছে জানিয়ে ধর্মপ্রতিমন্ত্রী বলেন, কওমি মাদ্রাসার সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘ দিনের। কওমি মাদ্রাসায় পড়াশুনার মধ্য দিয়ে আমার শিক্ষা জীবন শুরু হয়েছিল। সে শিক্ষার চেতনা আমি সব সময় ধারন করেছি এবং ভবিষ্যতে ও করব।

খতমে বোখারী অনুষ্ঠানে জিরি মাদরাসার মুহতামিম মাওলানা শাহ মুহাম্মাদ তৈয়্যব বোখারী শরীফের সমাপনী দরস ও দাওরায়ে হাদিস সমাপণী ছাত্রদের পাগড়ি প্রদান করেন।

Bootstrap Image Preview