সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জলবায়ু সপ্তাহের ৩য় দিনের কর্মসূচিতে উপজেলা সদরের উপর দিয়ে প্রবাহিত ইতিহাসখ্যাত আদি যমুনা নদী পরিস্কারকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
শুক্রবার (২৯ মার্চ) সকালে জলবায়ু পরিষদ শ্যামনগরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির শুরুতে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে যমুনা নদী পরিস্কারকরণ কর্মসূচির উদ্বোধন কালে বক্তব্য রাখেন, জলবায়ু পরিষদ শ্যামনগরের সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সদস্য সচিব আশেক ই ঐলাহী, জাসদ শ্যামনগরের উপজেলা সভাপতি শেখ হারুনর রশিদ, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাংবাদিক রনজিৎ বর্মন, শেখ আফজালুর রহমান, যুবক নয়ন সরকার, সুপর্ণা কর্মকার প্রমুখ।
বক্তারা বলেন, এই যমুনা যেখান দিয়ে পূর্বে লঞ্চ, স্টিমার, নৌকা চলাচল করত। এখন আর আদি এই যমুনার প্রাণ নেই। যমুনা নদীকে বাঁচাতে না পারলে শ্যামনগরে জলাবদ্ধতার সৃষ্টি হবে।
এসময় বক্তারা যমুনার পানি প্রবাহের সকল বাঁধা অপসারণ করে যমুনা নদীর প্রবাহ সৃষ্টি করার ব্যাপারে কতৃপক্ষের দৃষ্টি কামনা করেন।