Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফের ভাগ্যের কাছে হেরে গেলেন আব্দুস সালাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ১০:২৯ AM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ১০:২৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে অগিকাণ্ডে আবারো ময়মনসিংহ সদর থানার আব্দুস সালামের ৯টি দোকান পুড়ে ভস্মীভূত। এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি একই মার্কেটে আগুনের ঘটনায় তার ৯টি দোকানই পুড়ে গিয়েছিল। এতে তার ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নিয়ে নতুন করে আবারো ৯টি দোকান চালু করেন। কিন্তু ভাগ্যের কাছে এবারও হেরে গেলেন তিনি।
 
শনিবার (৩০ মার্চ) ভোর পৌনে ৬টায় ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারে আগুন লাগে বলে জানান সেখানকার ব্যবসায়ীরা। আগুনের তীব্রতা বেশ ভয়াবহ ছিলো।
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ব্যবসায়ীরা দোকান থেকে সরঞ্জাম সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন। এরই মধ্যে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Bootstrap Image Preview