Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রূপগঞ্জে প্রাইভেটকার নদীতে, নিখোঁজ ১

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ১০:৪৬ AM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ১০:৪৬ AM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার বালু নদীতে তলিয়ে গেছে। এতে দুই নারীকে উদ্ধার করতে পারলেও এক যুবক নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১নং সেক্টরের ভোলানাথপুর এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ঢাকার ধামরাই থানার ইসলামপুর এলাকার রবিউল আলমের মেয়ে জাকিয়া সুলতানা (২৫) ও ধানমন্ডি ১২নং রোডের ২৭ নং হাউজের আবিদ হাসানের মেয়ে সাদিয়া সিফাত দোলীকে (২৪) নিয়ে একটি প্রাইভেটকার যোগে ভোলানাথপুর এলাকায় ঘুরতে আসেন মাহমুদ জুয়েল নামের এক যুবক। 
রাত সাড়ে ১০টার দিকে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১নং সেক্টরের ভোলানাথপুর এলাকায় প্রাইভেটকারটি ঘুরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বালু নদীতে তলিয়ে যায়।

এসময় স্থানীয় লোকজন জাকিয়া সুলতানা ও সাদিয়া সিয়াত দোলীকে উদ্ধার করতে পারলেও মাহমুদ জুয়েলকে উদ্ধার করতে পারেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধারে সহযোগীতা করছেন। 

Bootstrap Image Preview