Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পুর্তগালে সন্তানের জন্ম দিলেন মৃত নারী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ১২:৪০ PM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ১২:৪০ PM

bdmorning Image Preview


পর্তুগালে মৃত মস্তিষ্ক নিয়ে সন্তান জন্ম দিয়েছেন ক্যাটারিনা সেকুয়েরা নামে ২৬ বছর বয়সী এক নারী আন্তর্জাতিক ক্রীড়াবিদ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রীড়াবিদ ক্যাটারিনা সেকুয়েরা মারাত্মক ধরনের অ্যাজমায় আক্রান্ত হবার পর তার মস্তিষ্ক মৃত ঘোষণা করা হয়েছিলো। এর মধ্যেই বৃহস্পতিবার তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

শিশুটির নাম রাখা হয়েছে সালভাদর। ৩২ সপ্তাহ মাতৃগর্ভে থাকার পর সালভাদরের জন্ম হয়েছে এবং এরপর তাকে হাসপাতালে পরিচর্যায় রাখা হয়েছিলো।

জানা যায়, ক্রীড়াবিদ হিসেবে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছিলেন সেকুয়েরা। তবে তিনি শিশু বয়স থেকেই অ্যাজমায় ভুগছিলেন।

এবার অ্যাজমায় গুরুতর আক্রান্ত হন যখন তিনি ১৯ সপ্তাহের গর্ভবতী এবং এরপর কোমায় চলে যান। এরপর পরিস্থিতির অবনতি হলে ২৬শে ডিসেম্বর তার মস্তিষ্ক মৃত ঘোষণা করা হয়।

পরে ভেন্টিলেটরে তাকে সংযুক্ত করা হয় যাতে করে গর্ভের সন্তান বাঁচতে পারে। চিকিৎসকরা বলছেন তাদের উদ্দেশ্য ছিলো অন্তত ৩২ সপ্তাহ পর্যন্ত যেনো অপেক্ষা করা যায়।

কিন্তু অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত বৃহস্পতিবারই তার সিজার করা হয়। তবে ৩২ সপ্তাহের শিশুর বেঁচে থাকার যথেষ্ট সম্ভাবনা থাকে বলেই বলছেন চিকিৎসকরা।

হাসপাতালের এথিকস কমিটি বলছে মাতৃগর্ভে শিশুটিকে বাঁচিবয়ে রাখার বিষয়ে তারা পরিবারের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন।

সেকুয়েরার স্বামীও চেয়েছিলেন তার সন্তান যেন বেঁচে থাকে।

সেকুয়েরার মা বলছেন, তিনি তার মেয়েকে বিদায় দিয়েছেন কিন্তু শিশুটির পিতা চেয়েছেন বলেই শিশুটির বিষয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই শিশুটিকে আরও অন্তত তিন সপ্তাহ হাসপাতালে থাকতে হবে বলে জানানো হয়।

Bootstrap Image Preview