Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আমাদের দুর্বলতা আছে: শিল্পমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০২:০২ PM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ০২:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিশ্বের বড় বড় শহরগুলোতেও অগ্নিকাণ্ড ঘটে থাকে। লন্ডনেও অগ্নিকাণ্ড ঘটে। কিন্তু তারা যেভাবে নিয়ন্ত্রণ করে, আমরা সেভাবে পারি না। অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আমাদের দুর্বলতা আছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শনিবার (৩০ মার্চ) শিল্প মন্ত্রণালয়ে প্রথম জাতীয় শিল্প মেলা ২০০৯ উদ্বোধন উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকে হতাহত হয়েছেন। এতে আমরা মর্মাহত। শনিবার সকালেও একটি দুর্ঘটনা ঘটেছে গুলশানে ডিএনসিসির মার্কেটে। এটি কাঁচাবাজার এখানে আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু আমরা জেনেছি সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এসব দুর্ঘটনায় আমাদের দুর্বলতাগুলো বেরিয়ে আসছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

এসময় মন্ত্রী বলেন, এ অগ্নিকাণ্ডে যাদের অবহেলা আছে সরকার ইতিমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে এসব দুর্ঘটনা প্রতিকারে সরকারসহ সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ব্যবস্থা নিচ্ছে।

প্রসঙ্গত, বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আজ শনিবার ভোর পৌনের ৫টার দিকে রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারের পূর্ব পাশে আগুন লাগে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

Bootstrap Image Preview