২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ইংরেজি বিভাগ আয়োজনে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বর্ণাঢ্য এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্বনামধন্য শিক্ষক অধ্যাপক ড.তাহমিনা আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ এর সাবেক পরিচালক অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী।
অনুষ্ঠানে গান, আবৃতি, নাচ, র্যাম্প এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় মহান স্বাধীনতা দিবসের তাৎপর্যকে। এছাড়া দেশের গান পরিবেশন করেন বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী নুসরাত মালিহা। কবি শামসুর রহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি আবৃতি করেন বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী ফারাজানা বিভা। আর মনোমুগ্ধকর ব্যতিক্রমী র্যাম্পের কোরিওগ্রাফারের দায়িত্ব পালন করেন বিভাগটির ৩৩তম ব্যাচের শিক্ষার্থী মডেল সিফাত হাসান চৌধুরী অর্ণব।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটির উপাচার্য, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. তাহমিনা আহমেদ তার বক্তব্যে বলেন, ২৬ মার্চ একাধারে আমাদের কাছে যেমন গৌরবের অন্যদিকে দিনটি শোকেরও। কেননা ২৫শে মার্চের গণহত্যায় ঝরে গিয়েছিল অনেক তাজা প্রাণ।
অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী বলেন, স্টেট ইউনিভার্সিটির অন্যান্য বিভাগের তুলনায় ইংরেজি বিভাগ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে অনেক বেশি তৎপর এবং তিনি আয়োজন দেখে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেন।
প্রোগ্রাম শেষে ঘোষণা আসে ভবিষ্যতে অব্যাহত রাখা হবে সাংস্কৃতিক এই জয়যাত্রা। আশাবাদ জ্ঞাপন করা হয় অতি শীঘ্রই আয়োজন করা হবে ‘ড্রামা ফেস্টিভাল’।