Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাটে তিন দিনব্যাপী জেলা ইজতেমার সমাপ্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০৩:১৪ PM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ০৩:১৪ PM

bdmorning Image Preview


আখেরি মোনাজাতের মধ্য দিয়ে লালমনিরহাটে তিন দিনব্যাপী জেলা ইজতেমা সমাপ্ত হয়েছে।

আজ শনিবার সকালে বয়ান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের জিম্মাদার সাথী মাওলানা আশরাফ আলী। আখেরি মোনাজাতে জেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

এর আগে গত বৃহস্পতিবার তাবলিগ জামাতের আয়োজেন জেলা মাখ্রাজ মসজিদ সংলগ্ন কালেক্টরেট মাঠে ৩ দিনব্যাপী লালমনিরহাট জেলা ইজতেমা শুরু হয়। এতে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধাসহ অন্য জেলার হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

Bootstrap Image Preview