Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গির্জার কাছ থেকে বন্দুকধারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০৩:২০ PM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ০৩:২০ PM

bdmorning Image Preview


যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের সেইন্ট পল’স গির্জার কাছ থেকে এক বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দুপুরে ওই অস্ত্রধারীকে অসংখ্য পর্যটকের সামনেই গ্রেফতার করে লন্ডনের পুলিশ।

গির্জার নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে বন্দুকের ট্রিগার চেপে ধরেন ওই ব্যক্তি। কিন্তু কোনো গুলি চালাননি তিনি। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযুক্ত। সঙ্গে সঙ্গেই উপস্থিত পুলিশ তাকে গ্রেফতার করেন।

এ সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আগ্নেয়াস্ত্রটি আসল না খেলনা পিস্তল তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। তবে ওই ব্যক্তি কোনো সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছে পুলিশ।

গ্রেফতার অস্ত্রধারীর এর আগে সকাল সাড়ে ৮টার দিকে এক নারীকে বন্দুক দিয়ে তাড়া করেছিলেন বলে আরও জানায় পুলিশ।

লন্ডনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্য হচ্ছে সেন্ট পলের ক্যাথেড্রাল। ঘটনার পর পরই গির্জার প্রবেশপথ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

Bootstrap Image Preview