Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০৪:২০ PM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ০৪:২০ PM

bdmorning Image Preview


সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় সোহেল (৩৫) নামে এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) আবু ধাবি ইলেট্রা স্ট্রিটে মোটরসাইকেল পার্কিংয়ের সময় পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে তার মৃত্যু হয়।

সেখান থেকে তাৎক্ষণিকভাবে পথচারীরা সোহেলকে উদ্ধার করে আবুধাবির শেখ খলিফা হাসপাতালে নিয়ে যাওয়ার প্রায় দেড় ঘণ্টা পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২০০৬ সাল থেকে আবুধাবির একটি কোম্পানিতে কর্মরত ছিলেন সোহেল। বরিশাল জেলার মেহেদিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে তার বাড়ি। স্ত্রী, এক কন্যা সন্তান, প্যারালাইজড বাবা আর দুই বোন, পুরো পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। তার লাশ আবুধাবি শেখ খলিফা হাসপাতালে রয়েছে বলে জানা যায়।

Bootstrap Image Preview