কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আইন বিভাগের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে।
শনিবার (৩০ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হলরুমে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বিভাগের সভাপতি রোকসানা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আহসানুল করীম, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রভাষক মোঃ আবু বকর ছিদ্দিকসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।