Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে ইউনিয়ন সমাজকর্মীর মৃত্যু

ফরহাদ আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০৮:১৫ PM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ০৮:১৫ PM

bdmorning Image Preview
প্রতীকী


গাইবান্ধায় মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে আব্দুল গণি সরকার নামে এক ইউনিয়ন সমাজকর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মার্চ) সকালে গাইবান্ধা শহরের এক নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল গণি সরকার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের দামোদরপুর বুড়িরভিটা গ্রামের মৃত কছর উদ্দিন সরকারের ছেলে।

সূত্রে জানা যায়, আব্দুল গণি সরকার লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা সমাজসেবা অফিসে কর্মরত আছেন। লালমনিরহাট থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনে করে তিনি সকাল নয়টার দিকে গাইবান্ধা স্টেশনে নামেন। এ সময় মোবাইলে কথা বলা অবস্থায় তিনি রেললাইন ধরে হাটতে থাকেন।

স্টেশনের প্লাটফর্ম থেকে প্রায় ২০০ মিটার যাওয়ার পর এক নম্বর রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগ অফিসের সামনে পৌঁছালে ওই ট্রেনের নিচেই কাটা পড়ে মারা যান আব্দুল গণি সরকার।

পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়ের হবে বলে বোনারপাড়া রেলওয়ে থানা সূত্রে জানা গেছে।

Bootstrap Image Preview