Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'বেতন হালাল হবে না, সন্তান মানুষ হবে না’ শিক্ষকদের প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০৮:৩৮ PM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ০৮:৩৮ PM

bdmorning Image Preview


প্রাথমিক শিক্ষকদের হুঁশিয়ারি করে ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন প্রাথমিক বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে পড়তে আসা গরিব মানুষের সন্তানদের যদি সঠিকভাবে পাঠদান না করেন তবে আল্লাহ নারাজ হবেন, সরকার আপনাদের যে বেতন দেয় তা হালাল হবে না, আপনার সন্তান মানুষ হবে না।

শনিবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত বর্ষপূর্তী অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে একথা বলেন তিনি।

এসময় দেশের সকল প্রাথমিক এক শিফট চালু হবে বলেও জানান প্রতিমন্ত্রী জাকির হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, এক কোটি চল্লিশ লাখ মাকে বিনামূল্যে সিম কার্ড প্রদান করা হয়েছে, যাতে উপবৃত্তির টাকা সরাসরি উত্তোলন করতে পারেন। মিড ডে মিলে বিস্কুটের পরিবর্তে মায়ের হাতের খাবার অথবা ডিম ও কলা দেয়ার চেষ্ঠা চলছে।

কিন্ডারগার্টেন স্কুল প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে শিশুদের মেধা নষ্ট করে দেয়া হচ্ছে, বইয়ের ভারে শিশুরা ক্লান্ত, শিশুদের বইয়ের বোঝা তাদের মায়েদের বহন করতে হয়। প্রাথমিক শিক্ষকদের ক্লান্তি লাঘব করতে দেশের সমস্ত বিদ্যালয়ে এক শিফট চালুর কথা বলেন তিনি। শিক্ষকদের তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিজের সন্তান মনে করে পাঠদান করবেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, পাটেশ্বরী সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আবু হাসান হ্যাভেন, এরফন আলী বাবু ও আব্দুস ছাত্তার প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় উপ পরিচালক আব্দুল ওহাব, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর বিক্রম শওকত আলী, ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী ও সার্কেল এসপি শওকত আলী প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান। পরে রাতে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে ১৯১৮ সালে পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। একশ বছর যাবত বিদ্যালয়টি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। এলাকাবাসী ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী শত বর্ষপূর্তী উদযাপনের আয়োজন করে। শত বর্ষপূর্তী অনুষ্ঠানটি বিদ্যালয়ের নবীন-প্রবীন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়।

Bootstrap Image Preview