Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে 'বন্দুকযুদ্ধে' নিহত ২, পুলিশসহ আহত ৩

আবছার কবির আকাশ, কক্সবাজার প্রতিনিধি : 
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ১০:৫৭ AM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ১১:২৮ AM

bdmorning Image Preview


কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা কারবারি নিহত হয়েছেন। এ সময় পুলিশের ১ এসআইসহ তিন সদস্য আহত হন বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।

রবিবার (৩১ মার্চ) ভোররাতে মৌলভীবাজার এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি করেছে পুলিশ। নিহতদের বিরুদ্ধে মাদকসহ ৫/৬টি মামলা রয়েছে।

পুলিশের তিন সদস্যরা হলেন, এসআই দীপক বিশ্বাস, সহকারি উপ-পরিদর্শক এএসআই আমির ও কনস্টেবল শরিফুল। এ সময় ঘটনাস্থল হতে ৬টি এলজি, ১০ হাজার পিস ইয়াবা ও ১৮টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

বন্দুকযুদ্ধে নিহতরা হলেন, হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়া এলাকার মিয়া হোসেনের ছেলে মাহামুদুর রহমান (২৮) ও হোয়াইক্যং নয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আফছার (২৫)।

ওসি জানান, রবিবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার মৌলভীবাজার এলাকায় গেলে ইয়াবা কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে। আত্মরক্ষায় পুলিশও প্রায় ৫০ রাউন্ড গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলি চালানোর পর ইয়াবা কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ দুইটি দেহ পাওয়া যায়। 

পরে তাদের টেকনাফ উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। সেখানের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মরদেহ দুইটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview