Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ম্যাচ হেরে জরিমানা গুণলেন রোহিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০১:১৪ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০১:১৪ PM

bdmorning Image Preview


শনিবার ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সকে সহজেই আট উইকেটে হারিয়ে চলতি আইপিএল-এ দ্বিতীয় জয় তুলে নিল কিংস ইলেভেন পাঞ্জাব। মুম্বাইয়ের দেওয়া ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় কিংসরা। পাঞ্জাবের হয়ে এদিন ক্রিস গেইল (২৪ বলে ৪০) ও ময়ঙ্ক অগ্রবাল (২১ বলে ৪৩) ঝোড়ো ব্যাটিং করেন। এই তিন ব্যাটসম্যানের দাপটেই জয় পেল রবিচন্দ্রন অশ্বিনের দল।

মুম্বাই এই ম্যাচে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ৬০ হাজার টাকা) জরিমানা করা হয়েছে মুম্বাইয়ের অধিনায়কের।

ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে শেষ করতে হতো দুই ইনিংস। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স অযাচিত সময় নষ্ট করায় ম্যাচ শেষ হয় ৭টা ৩৮ মিনিটে। অর্থাৎ নির্ধারিত সময়ের চেয়ে ৮ মিনিট পিছিয়ে ছিল মুম্বাই। যার দায়ভার গিয়ে পড়েছে অধিনায়ক রোহিত শর্মার ঘাড়ে। আইপিএলের কোড অব কন্ডাক্ট ভঙ্গ হওয়ার কারণেই জরিমানা করা হয়েছে তাকে। আনুষ্ঠানিক এক প্রেস বিজ্ঞপ্তিতে আইপিএলের পক্ষ থেকে জানানো এমন তথ্য জানানো হয় মুম্বাই দলকে।

Bootstrap Image Preview