Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্যাম্পাসে অগ্নিনিরাপত্তার দাবিতে রাজপথে প্রাইম বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০২:২৭ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০২:২৭ PM

bdmorning Image Preview


বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২৬ জন নিহতের ঘটনায় ক্যাম্পাসে অগ্নিনিরাপত্তার দাবিতে এবার রাজপথে নেমেছে প্রাইম বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ দুপুর ১টার দিকে রাজপথে নেমে বিক্ষোভ শুরু করে তারা।

এ সময় কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললে তারা এই প্রতিবেদককে জানায়, কিছুদিন আগে বনানীর আগুনে যেভাবে এতগুলো মানুষ মারা গেছে আমরা সেভাবে মরতে চাইনা। তাই আমরা আমাদের ক্যাম্পাসে অগ্নিনিরাপত্তার দাবিতে রাজপথে নেমেছি।

এ সমইয় শিক্ষার্থীরা ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হল-

১। ক্যাম্পাসে অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে হবে।

২। ফায়ার অ্যাালার্ম ও জরুরি বহিরাগমণ পথের সুব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৩।পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মীদের প্রশিক্ষন দিতে হবে।

৪। অতি দ্রুত স্থায়ী ক্যাম্পাসের নকশার বাজেট ও ভিত্তি প্রস্তর স্থাপন করতে হবে।

৫।বিশ্ব বিদ্যালয়ের পক্ষ থেকে ৪টি বাসের ব্যবস্থা করতে হবে।

দাবির প্রেক্ষিতে শিক্ষার্থীদের সাথে কথা বলে বিশ্ব বিদ্যালয়ের প্রক্টর শিকদার আনোয়ার ইসলাম বলেন, আমাদের একার সিদ্ধান্তে কিছুই হবে না। এ ভনটি আমরা ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করছি মালিকদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। তোমরা ক্লাসে ফিরে যাও।

Bootstrap Image Preview