Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার গুলশানে ওষুধের দোকানে আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৪:৪২ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৪:৪২ PM

bdmorning Image Preview
প্রতীকী


রাজধানীর গুলশান এভিনিউয়ের একটি ওষুধ দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ রবিবার ভোরে ৪৪ গুলশান এভিনিউয়ের নিচতলায় 'রানা মেমোরিয়াল ডেন্টাল' নামে একটি ওষুধের দোকানে এ ঘটনা ঘটে। তবে আগুন লাগার পর ভবনের বাসিন্দারা তা নিভিয়ে ফেলেছেন।

মহানগর পুলিশের গুলশান জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম জানান, ৪৪ গুলশান এভিনিউয়ের নিচতলায় 'রানা মেমোরিয়াল ডেন্টাল' নামে একটি ওষুধের দোকানে রোববার ভোরে আগুন লাগে।

“ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় কেউ হতাহত হননি, ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি পুলিশ।

Bootstrap Image Preview