Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভোট কেন্দ্রে নৌকার এজেন্টের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৪:৫৩ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৪:৫৩ PM

bdmorning Image Preview


ভোট কেন্দ্রের দা‌য়িত্ব পালনকা‌লে হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে ইউপি সদস্য ও নৌকার এজেন্ট আজহারুল ইসলাম রাজা (৪০) মারা গেছেন।

র‌বিবার (৩১ মার্চ) সকাল সা‌ড়ে নয়টায় টাঙ্গাই‌লের সখীপু‌রের বহেড়া‌তৈল ইউনিয়‌নের যোগির‌কোপা ভোট কেন্দ্রে এ ঘটনা ঘ‌টে। তি‌নি ওই ইউনিয়‌নের ২ নম্বর ওয়া‌র্ডের বর্তমান ইউপি সদস্য।

যো‌গিরকোপা পূর্বপাড়া এব‌তেদায়ী মাদরাসা কে‌ন্দ্রের প্রিজাই‌ডিং অফিসার পার্থ সারথী গোস্বামী ব‌লেন, ওই ইউপি সদস্য এজেন্ট দা‌য়িত্ব পালনকা‌লে সকাল সা‌ড়ে নয়টায় ভোট কেন্দ্রে জ্ঞান হা‌রি‌য়ে ফে‌লেন। অসুস্থ অবস্থায় তা‌কে সখীপুর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে পাঠানো হয়।

পরে স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে‌ নেয়ার পর জরু‌রি বিভা‌গের চি‌কিৎসকরা তা‌কে মৃত ঘোষণা ক‌রেন বলে জানান তিনি।

ব‌হেড়া‌তৈল ইউপি চেয়ারম্যান গোলাম ফের‌দৌস ঘটনার সত্যতা নি‌শ্চিত করেছেন।

Bootstrap Image Preview