Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৫:৪৬ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৫:৪৬ PM

bdmorning Image Preview
প্রতীকী


লালমনিরহাট পাটগ্রাম উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে রিমন হোসেন (২৩) নামে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ মার্চ) রাতে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিট্রেট আব্দুল করিমের ভ্রাম্যমাণ আদালতে এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত রিমন হোসেন উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর এলাকার আবু তালেবের পুত্র।

পাটগ্রাম থানার ওসি মনছুর আলী জানান, গত শনিবার দুপুরে কাউয়ামারী উচ্চ বিদ্যালয়ের এক নবম শ্রেণির ছাত্রীকে ইভটিজিং করার সময় স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রবিবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview