Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কংগ্রেসে প্রিয়াঙ্কাকে দেখে ২০ শতাংশ কর্মী-সমর্থক বৃদ্ধি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৮:১৬ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৮:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতিতে সক্রিয় হওয়ার দুই মাসের মাথায় ভারতের বৃহত্তম আধুনিক রাজনৈতিক দল কংগ্রেস পার্টিতে ২০ শতাংশ কর্মী-সমর্থক বেড়েছে। এছাড়া নারী কর্মীর হার ২২ থেকে ৪০ শতাংশে উন্নীত হয়েছে।

ভারতীয় কংগ্রেসের বরাতে এমন খবর জানায় দেশটির বিভিন্ন গণমাধ্যম। কেবল কর্মী বৃদ্ধিই নয়, প্রিয়ঙ্কার রাজনীতির কারণে অনেক নেতাকর্মী চাঙ্গা হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।

তৃণমূল স্তরে যারা কংগ্রেসের হয়ে কাজ করেন, তাদের সঙ্গে দলীয় জ্যেষ্ঠ নেতারা যোগাযোগ করেন শক্তি নেটওয়ার্ক অ্যাপের মাধ্যমে। দুই মাস আগে মাঠ পর্যায়ে কংগ্রেসের সক্রিয় কর্মীর যে সংখ্যা ছিল ৫৪ লাখ, সেটিই এখন বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখে।

দলের হয়ে প্রচার শুরু করার আগে এই অ্যাপের মাধ্যমেই সব কর্মী-সমর্থকের কাছে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সহজ-সরল সেই মেসেজে চেয়েছিলেন সর্ব-সাধারণের সহযোগিতা।

Bootstrap Image Preview