Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তানে হামলায় শিক্ষার্থীসহ নিহত ২৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৮:১৯ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৮:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আফগানিস্তানে বিচ্ছিন্ন হামলায় ৪ শিক্ষার্থীসহ নিরাপত্তা বাহিনীর অন্তত ২৫ সদস্য নিহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, শনিবার গাজনী প্রদেশে মর্টার হামলায় কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলেই প্রাণ হারায়। হামলায় ১৫ শিক্ষার্থীসহ আরো ২ শিক্ষক গুরুতর আহত হন।

এদিকে, গেল দু'দিন দেশটির অরগানজ প্রদেশে আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর সঙ্গে তালেবানের সংঘাতে শনিবার অঞ্চলটি দখল করে নেয় তালেবান বিদ্রোহীরা। উভয়পক্ষের তুমুল সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর অন্তত ১২ সদস্য নিহত হন।

এ ছাড়া আরো কয়েকটি স্থানে পৃথক হামলায় বেশ কয়েকজন হতাহত হয়। এমন হামলা সশস্ত্র গোষ্ঠী তালেবান চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছে আফগান সরকার।

তবে, হামলায় তালেবান এখনো দায় স্বীকার করেনি। 

এদিকে, তালেবানের হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দুস্তমি। তবে, এসময় তার দেহরক্ষী গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

Bootstrap Image Preview