Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব, বজ্রপাত-শিলাবৃষ্টি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৮:২৩ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৮:২৪ PM

bdmorning Image Preview


দিনভর আবহাওয়া উষ্ণ থাকলেও রাজধানীতে হঠাৎ করেই ঝড় শুরু হয়েছে। সেই সঙ্গে শিলাসহ মুষলধারে বৃষ্টিপাত হয়। বেশ কিছু স্থানে গাছের ডাল ভেঙে পড়েছে।

রবিবার (৩১ মার্চ) মাগরিবের নামাজের কিছুক্ষণ আগেই আকাশ অন্ধকার হয়ে আসে। এরপর হঠাৎ তীব্র বেগে ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো ও ক্ষণিকের মধ্যেই মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার পর রাজধানীতে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে সোয়া ৭টা নাগাদও দেশের অন্যান্য স্থানের বৃষ্টিপাতের পরিমাণ পাওয়া যায়নি।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, এ বছর ঢাকাতে আজই প্রথমবারের মতো কালবৈশাখী ঝড় হলো। সেইসঙ্গে শিলাবৃষ্টিও হয়।

এর আগে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছিল, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, পরবর্তী ৪৮ ঘণ্টায় বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানিইয়েছিল আবহাওয়া দফতর।

এ ছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি /বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়।

Bootstrap Image Preview