Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘অ্যাভেঞ্জার্স এন্ডগেমে’ এ আর রহমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৯:০২ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৯:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


এই বছরে মুক্তি পেতে যাওয়া মার্ভেল স্টুডিওর বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’-এর সঙ্গে এবার জুড়ল বলিউডের নাম। সংগীতশিল্পী এ আর রহমান হলিউডের এই সিনেমার জন্য একটি গানে সুর করছেন। ভারতীয় ভক্তদের জন্য আলাদা করে এক বিশেষ গানের সংগীত পরিচালনা করতে চলেছেন অস্কারজয়ী এই সুরকার।

সোমবার সকালে তিনি নিজেই নিশ্চিত করেছেন এই খবর। প্রথম ভারতীয় সংগীত পরিচালক হিসেবে ‘স্লামডগ মিলিওনিয়ার’-এ কাজ করে পেয়েছেন অস্কার।

এবার মার্ভেল কমিকস ফ্রেঞ্চাইজিতে যুক্ত হলেন এ আর রহমান। মুক্তির অপেক্ষায় থাকা অ্যাভেঞ্জার্স সিরিজের নতুন ছবি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’র সংগীত পরিচালনা করছেন তিনি।

ইতিমধ্যেই ছবিটি ভক্তদের মাঝে খুব উত্তাপ ছড়াচ্ছে। কারণ এ ছবি দিয়েই মার্ভেল শেষ করতে যাচ্ছে ২২টি ছবির স্টোরিলাইন। একই সাথে সমাপ্তি ঘটবে ক্যাপ্টেন আমেরিকা ও আয়রন ম্যানের মতো চরিত্রগুলোরও। ছবিটিতে দর্শকদের জন্য তাই চমক অপেক্ষা করছে।

আর সে চমকের মাঝে আরো একটি চমক নিয়ে এলো এ আর রহমানের নাম। ভারতে মুক্তির জন্য ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম ‘ছবিটির হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় থিম সং তৈরি করেছেন প্রখ্যাত এই সংগীত পরিচালক।

১ এপ্রিল থিম সংটি প্রকাশ করা হবে। আর সে কারণে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’র পরিচালক জো রুশো এখন আছেন মুম্বাইতে। তিনি ভারতীয় গণমাধ্যমকে জানান, অস্কারজয়ী এ আর রহমানকে তাদের ছবির সঙ্গে পেয়ে ‘অ্যাভেঞ্জার্স’ টিম গর্বিত।

আর বিশ্ব মাতানো কমিক ফ্রেঞ্চাইজির সাথে কাজ করতে পেরে এ আর রহমান নিজেও বেশ উচ্ছ্বসিত।

Bootstrap Image Preview