Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, আগষ্ট ২০২৫ | ১৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতের সেরা দম্পতির স্বীকৃতি জিতলেন শাহরুখ-গৌরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৯:১৪ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৯:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বলিউডের সবচেয়ে আদর্শ দম্পতি মানা হয় শাহরুখ খান ও তার স্ত্রী গৌরি খানকে। সুপারস্টার শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরী খান বলিউডের অন্যতম আদুরে যুগল। ২৭ বছরের দীর্ঘ সংসারজীবন তাঁদের। দুজনই স্টাইলিশ। ফ্যাশনচেতা। সম্প্রতি এ যুগল পেয়েছেন হিন্দুস্তান টাইমস মোস্ট স্টাইলিশ কাপল অ্যাওয়ার্ড। সেখানে ভারতে সেরা দম্পতির স্বীকৃতি জিতলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও তার স্ত্রী।

শুক্রবার রাতে মুম্বাইয়ের সেন্ট রেগিস হোটেলে জমকালো এক আয়োজনের মধ্যে দিয়ে এই দম্পতির হাতে তুলে দেয়া সম্মাননা। পুরস্কার নেয়ার জন্য এ যুগল মঞ্চে ওঠেন রাজকীয় ভঙ্গিতে। তাদের স্টাইল সবার নজর কেড়ে নেয়।

৫৩ বছর বয়সী রোমান্স কিং পরেছিলেন তার পছন্দের কালো স্যুট আর গৌরিও পরেছিলেন কালো রঙ’র জাম্পস্যুট। অনুষ্ঠানে নিজেদের দাম্পত্য জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে মঞ্চের পর্দায় দেখানো এ যুগলের একটি ছবি নিয়ে আলোচনা করেন শাহরুখ।

তিনি বলেন, ‘এ ছবি যখন তোলা, সে সময় আমি খুব গরিব ছিলাম। আর গৌরী ছিল মধ্যবিত্ত পরিবারের। আমি ওকে প্রতিশ্রুতি দিয়েছিলাম প্যারিসে নিয়ে যাবো। কিন্তু নিয়ে গিয়েছিলাম দার্জিলিংয়ে। ভেবেছিলাম, এই জায়গাটিকেই সে প্যারিস মনে করবে। এটা দার্জিলিংয়ে আমাদের মধুচন্দ্রিমার ছবি।’

সেরা স্টাইলিশ দম্পতি হওয়ার কৃতিত্বটাও নিজের স্ত্রীকে দিতে কার্পণ্য করেননি বলিউড কিং। তিনি বলেন, ‘ফ্যাশনের যা কিছু আছে তার সবই গৌরির কাছ থেকে শেখা। আমি শুধু আকৃতির মতো। তাতে রঙ ও সৌন্দর্য আনে গৌরি।’

সেই কলেজ জীবনের প্রেমকে বিয়েতে পূর্ণতা দেওয়া এবং দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবন কাটানোর পরও ভালোবাসা মনে হচ্ছে এতোটুকু কমেনি।

শাহরুখ-গৌরির তিন ছেলেমেয়ে। বড় ছেলে আরিয়ান, মেয়ে সুহানা ও ছোট ছেলে আব্রাম। আরিয়ান ও সুহানা দেশের বাইরে পড়াশোনা করছেন। আব্রাম মুম্বাইয়ে মা-বাবার কাছে থাকে।

Bootstrap Image Preview