Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুন্সীগঞ্জে নির্বাচন শেষে গোলাগুলি, আহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ১১:০১ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ১১:০১ PM

bdmorning Image Preview


মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নে নির্বাচন শেষে প্রতিপক্ষের গুলিতে ২ জন গুরতর আহত হয়। আহত দুই জনকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

রবিবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে দেওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় গুলিবিদ্ধ দু'জন হলো- মো. ফয়সাল (৩২) ও রুহুল আমিন (৪৫)।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ইমারজেন্সী মেডিকেল অফিসার শৈবাল বসাক জানান, আহতদের মধ্যে বুকে গুলিবিদ্ধ ফয়সালের অবস্থা আশঙ্কাজনক। রুহুল আমিন গলায় গুলিবিদ্ধ হয়েছে। তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের গুলাগুলির মাঝখানে এসে পড়ে গুলিবিদ্ধ হয় তারা। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

Bootstrap Image Preview