পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন সংলগ্ন হরিনগর এলাকার একটি পুকুর থেকে সুন্দরবনের কুমিরের বাচ্চা উদ্ধারের পর বনবিভাগ, ভিটিআরটি'র সদস্যবৃন্দের সহায়তায় সুন্দরবনের নদীতে মুক্ত করা হয়েছে।
রবিবার (৩১ মার্চ) এ কুমিরের বাচ্চাটিকে নদীতে মুক্ত করা হয়।
ওয়াইল্ড টিম কর্মকর্তা ঋজু আযম বলেন, মুন্সিগঞ্জ ইউপির হরিনগর এলাকায় আঃ জলিল মোল্যার পুকুরে কয়েকদিন ধরে একটি কুমির দেখা যাচ্ছিল। পুকুর মালিক প্রথমদিকে গুই সাপ ভাবে। কিন্তু রবিবার কুমিরটিকে ভালভাবে পর্যবেক্ষণ করে সুন্দরবনের নদীর কুমিরের বাচ্চা নিশ্চিত হয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক ভিটিআরটি ও সিপিজিকে বিষয়টি অবহিত করেন।
এরপর তারা বন বিভাগ ও ওয়াইল্ডটিমকে সংবাদ দিলে সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক জি এম রফিক আহমেদের উপস্থিতিতে স্থানীয় স্বেচ্ছাসেবক ভিটিআরটি ও সিপিজির সহযোগিতায় লোকালয়ের পুকুরে আসা কুমিরের বাচ্চাটি উদ্ধার করে বুড়িগোয়ালিনী বন বিভাগের অফিসে আনা হয়। পরবর্তীতে সুন্দরবনের মধ্যে একটি খালে কুমিরের বাচ্চাটি ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, কুমিরের বাচ্চাটি লম্বায় ৩৮ইঞ্চি, বুকের মাপ ১২ইঞ্চি ও ওজন ৪.৫কেজি।
সুন্দরবনের মধ্যকার খালে কুমিরটি ছেড়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেন- এসিএফ জি এম রফিক আহমেদ, ওয়াইল্ডটিম কর্মকর্তা আবু জাফর, অমিত মন্ডল, ঋজু আহম্মেদ, বনবিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় স্বেচ্ছাসেবক ভিটিআরটি ও সিপিজির সদস্যবৃন্দ প্রমুখ।