Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘লাশ’ নিয়ে হাজির আসিফ আকবর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০১:০৯ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০১:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দেশীয় সংগীতের যুবরাজ আসিফ আকবর। নিয়ম করেই একের পর এক চমক নিয়ে হাজির হয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার ‘লাশ’ শিরোনামের একটি মিউজিক ভিডিও নিয়ে দর্শকদের চমক দিতে হাজির হলেন তিনি।

গানটি প্রসঙ্গে আসিফ বলেন, ‘কিছু গান বেঁচে থাকে চিরকাল। ‘লাশ’ বেঁচে থাকার মতো একটি গান। গানটি আমার যেমন প্রিয় তেমনি ধ্রুব দা’র ও অনেক প্রিয়। সৈকত নাসিরের ভিডিও মানেই নতুন কিছু। এই ভিডিও তার ব্যতিক্রম না। আশা করি গান ভিডিওটি সবার ভালো লাগবে।‘

‘লাশ’ শিরোনামের গানের কথা লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল। সঙ্গীতায়োজনে ছিলেন মীর মাসুম। সাজেকের মনোরম দৃশ্যায়নে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। এতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন স্নিগ্ধা ও ফারহান খান রিও।

রবিবার ধ্রুব মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ‘লাশ’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

Bootstrap Image Preview