Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শেষ হয়েছে ড্যাফোডিলের দুই দিনব্যাপী ক্লাব কার্নিভাল

গাজী আনিস, ড্যাফোডিল প্রতিনিধি
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০২:৫৪ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০২:৫৪ PM

bdmorning Image Preview


বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৩২টি ক্লাবের অংশগ্রহণে দু দিনব্যাপী ‘২য় ইনোভেডিয়াস ডিআইইউ ক্লাব কার্নিভাল-২০১৯’ শেষ হয়েছে।

গত বুধবার (২৭ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে দুই দিনব্যাপী ক্লাব কার্নিভালের উদ্বোধন হয়।

প্রধান অতিথি হিসেবে কার্নিভালের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. হামিদুল হক খান।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি ড্যাফোডিল টাওয়ার থেকে যাত্রা শুরু করে ধানমন্ডি ৩২ নম্বর সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডি ২৭ নম্বর সড়ক হয়ে ড্যাফোডিল টাওয়ারে এসে শেষ হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও লেখক গাজী রাকায়েত, বিশিষ্ট গীতিকার কবির বকুল, প্রখ্যাত কার্টুনিস্ট ও উন্মাদ ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবিব, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন, কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি, তরুণ কথাসাহিত্যিক কিঙ্কর আহসান, ইনোভাডিয়াসের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান, অপারেশন প্রধান খান মোঃ. নকিব স্বাধীন ও রক্সি পেইন্টের মানবসম্পদ বিভাগের প্রধান হাবিব উল্লাহ বাবু।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য পেশ করেন। ক্লাবে সংযুক্ত হবার বিষয়ে উৎসাহিত করেন। একই সঙ্গে দেশ ও মানবতার কল্যাণে এগিয়ে যাবার আহ্বান জানান।

অতিথিরা ছাড়াও বক্তব্য পেশ করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় ও উদ্যোক্তা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ. মাসুম ইকবাল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মাহবুব পারভেজ, মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের প্রধান শেখ মো. আলায়ের প্রমুখ।

ক্লাভ কার্নিভালে অংশ নেয় ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা, ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা, ডিবেটিং ক্লাব, ফটোগ্রাফিক সোসাইটি, কালচারাল ক্লাব, কমিউনিকেশন ক্লাব, বিজনেস এন্ড এডুকেশন ক্লাব, কম্পিউটার এন্ড প্রোগ্রামিং ক্লাব, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাব, ভলান্টারি সার্ভিস ক্লাব, ইংলিশ লিটারেরি ক্লাব, মুট কোর্ট সোসাইটি, রোবটিক্স ক্লাব, রিয়েল এস্টেট এসোসিয়েশন, ন্যাচার স্টাডি ক্লাব, এন্ট্রেপ্রেনারশিপ ক্লাব, টেক্সটাইল ক্লাব, মডেল ইউনাইটেড ন্যাশনস এসোসিয়েশন,  স্যোশাল বিজনেস স্টুডেন্ট ফোরাম, স্পোর্টস ক্লাব, সাইবার সিকিউরিটি ক্লাব, ক্যারিয়ার ক্লাব, ফার্মাসিয়া ক্লাব, হেলথ ক্লাব, বিএনসিসি, এয়ার রোভার স্কাউট গ্রুপসহ অন্যান্য ক্লাবের সদস্যরা।

দুই দিনের এই কার্নিভালে স্টল প্রদর্শনের পাশাপাশি ক্লাবের সদস্যরা নাচ, গান, আবৃত্তি, অভিনয়সহ নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশন করেন। পাশাপাশি ক্লাবের অ্যালামনাইদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মানিত করেন।

Bootstrap Image Preview