Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২ ঘণ্টার মধ্যে ৯ বার কেঁপে উঠল আন্দামান-নিকোবর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৩:১২ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৩:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


একটা দু'টো নয় পরপর নয়টি মাঝারি ধরনের ভূমিকম্পে কেঁপে উঠেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।

সোমবার সকালে ৪ দশমিক ৭ মাত্রা থেকে ৫ দশমিক ২ মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে।

দুই ঘণ্টার মধ্যে নয়টি কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। স্থানীয় সূত্র জানিয়েছে, সকাল ৫টা ১৪ মিনিটে প্রথম কম্পনটি অনুভূত হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৯।

এর কয়েক মিনিটের মাথায় দ্বিতীয় কম্পন অনুভূত হয়। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫। সকাল ৬ টা ৫৪ মিনিটে আঘাত হানা সর্বশেষ ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২।

আন্দামান এবং নিকোবর এমনিতেই যথেষ্ট ভূমিকম্পপ্রবণ এলাকা। সেখানেই প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। তবে এক সঙ্গে দুই ঘণ্টার মধ্যে এতগুলো কম্পনে আতঙ্ক সৃষ্টি হয়েছিল স্থানীয়দের মধ্যে। এখনও পর্যন্ত এসব ভূমিকম্প থেকে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Bootstrap Image Preview