Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আবারও উত্তপ্ত কাশ্মীরের পুলওয়ামা, গোলাগুলিতে নিহত ৪ জঙ্গি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৬:০৩ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৬:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবার চার জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর তিন সদস্য। পুলওয়ামার একটি স্থানে জঙ্গিরা লুকিয়ে আছে এমন খবর পেয়ে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী।

সে সময় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ বাঁধে। জঙ্গিদের কাছ থেকে বেশ কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।খবর এনডিটিভির।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলওয়ামা জেলার লসিপোরায় অভিযান চালায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। রবিবার সারারাত ধরে চলে অভিযান। এতে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চলে তুমুল গোলাগুলি হয়।

পুরো এলাকা ঘিরে রেখেছে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা।এছাড়া ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে জঙ্গি হামলায় ৪৯ জন ভারতীয় সেনা নিহত হন। এই হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এর পর থেকেই কাশ্মীরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

Bootstrap Image Preview