Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৪৫ শিক্ষার্থী

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৭:২৭ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৭:২৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


সারাদেশের ন্যায় হবিগঞ্জেও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টির্ফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার (১ এপ্রিল) প্রথম দিনে বাংলা পরীক্ষায় জেলায় ১৮টি কেন্দ্রের ১২ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

জেলা শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে জানা যায়, সাধারণ বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টির্ফিকেট (এইচএসসি) পরীক্ষায় ১১ হাজার ৭৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেন ১১ হাজার ৬৩৩ জন। মাদরাসা বোর্ডের অধীনে আলীম পরীক্ষায় ৭১৫ জনের মধ্যে অংশগ্রহণ করেন ৭০৬ জন। অনুপস্থিত ছিলেন ৯ জন।

এ ছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে (বিএম-এ) পরীক্ষায় ২৭৬ জনের মধ্যে ২৭৩ জন উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন ৩ জন পরীক্ষার্থী।

Bootstrap Image Preview