Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পুলিশ দেখে গাড়ি থেকে লাফ, পাকিস্তানিরা বেঁচে গেলেও নিহত বাংলাদেশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৭:৪৮ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৭:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


উত্তর মেসিডোনিয়ায় পুলিশের নিরাপত্তা চৌকি দেখে চালকের কথা মতো গাড়ি থেকে লাফ দিয়ে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি অভিবাসী নিহত হয়েছে।

রোববার সকালে দেশটির উত্তরাঞ্চলে সীমান্তের কাছাকাছি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ছয় পাকিস্তানি অভিবাসী।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল  জানায়, এক বাংলাদেশি ও ১৪ পাকিস্তানি অভিবাসী নিয়ে গাড়িটি গ্রিস থেকে সার্বিয়া সীমান্ত যেতে দেশটির উত্তরাঞ্চল দিকে মহাসড়কে ওঠে। পথে গাড়ির চালক সামনে পুলিশের নিরাপত্তা চৌকি দেখে অভিবাসীদের লাফ দিতে বলেন। এ সময় তারা চলন্ত গাড়ি থেকে লাফ দিলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আহত পাকিস্তানি অভিবাসীদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িচালককে খোঁজা হচ্ছে। তবে গাড়ি থেকে ঠিক কতজন লাফ দিয়েছিল তা তারা জানাতে পারেনি। 

Bootstrap Image Preview