Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সারিয়াকান্দিতে ইয়াবাসহ আটক ২

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৮:১৭ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৮:১৭ PM

bdmorning Image Preview


বগুড়ার সারিয়াকান্দিতে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (১ এপ্রিল) সকালে ভেলাবাড়ী ইউনিয়নের বাশহাটা চর এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন- সারিয়াকান্দি পৌর ২ নং ওয়ার্ড ধাপ এলাকার মরহুম ইলিয়াছ আলীর ছেলে শফিকুল ইসলাম রতন (৩০) এবং জোড়গাছা মধ্যপাড়া এলাকার মরহুম আজগর প্রামাণিকের ছেলে হাফিজার ওরফে আফিজার প্রাং (৩৭)।

এ ব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন বলেন, তারা এলাকায় দির্ঘদিন যাবৎ মাদক বিক্রি করে আসছিলো এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এর আগেও তাদের আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview